ভুলের মাশুল
চলে যেতে হবে একা চলেছি তাই একা কারো সাথে পথে না হোক মোর দেখা, কেউ মোরে না বাসুক ভালো সবার জীবনে আমি জ্বেলেছি আলো। তবু কেউ মোর জীবনে না এলো, না কেউ মোরে কথা দিল। হয়তোবা ভালোবেসে করেছি ভুল তাইতো দিতে চলেছি ভুলের মাশুল। ভালোবেসেও না ভালোবাসা পেয়েছি তাই আমি একা চলেছি। কেউ মোর সাথী না হবে, না কেউ সাথে মোর যাবে। আমি ভালোবাসা চেয়েছি কিন্তু শুধুই ব্যথা পেয়েছি! চলে যেতে হবে একা, তাই চলেছি শুধু মনে নিয়ে ব্যাথা।