ভুলতে পারিনা

জোসনা ভরা রাতের আকাশে ভেসে ওঠা
ভুলতে পারিনা তোমার চাঁদ মাখা মুখখানা,  
ভুলতে পারি না আমার সেই ছেলেবেলা 
পড়ার মাঝে  মিছে ভালোবাসার খেলা। 
আমি না পেয়ে হারিয়েছি যেথা 
ভুলতে পারি না সেই দুঃখ ব্যাথা, 
তুমি ছিলে আমার জীবনের প্রথম ভালবাসা 
ভুলতে পারি না সেই শৈশবের কথা। 
তোমাকে পাবার আশায় কেটেছে কত প্রহর 
কেটেছে কত সময় আমার দুঃখ ব্যাথায় 
তুমি ছিলে আমার হৃদয়েরও হৃদয় 
তোমাকে না পেয়ে হয়েছে আমার ক্ষয।  
তোমার ভাবনায় আমার জীবনের মুহূর্ত কেটেছে 
আমার জীবন দুঃসহ যন্ত্রণায় ভরে গেছে, 
ভুলতে পারিনা সেই সব স্মৃতি 
যেগুলো ঘটিয়েছিল তোমার আমার মাঝে প্রীতি।
ভুলতে পারিনা তোমার সেই হাসি মাখা মুখ 
তোমার মাঝে খুঁজেছি আমি শুধুই সুখ ,
তুমি আমার নয়নের আলো জীবনে আসা বসন্ত 
তোমায়  নিয়ে গড়ব ঘর এ বুকে কত স্বপ্ন। 
তোমাকে ভালোবেসে আজো আমি ভুলতে পারিনা 
জীবন আমার হয়েছে ক্ষয় হয়েছে দুঃখময়
তবুও সারাক্ষণ তোমার কথা মনে হয়। 
ভুলতে পারিনা তোমার দ্রুত চলা 
পারিনা ভুলতে তোমার কথা বলা, 
তুমি আমার পাশে থাকলে মন্থর  হয় আমার চলা। 
ভাবতে পারি না কোন কিছু তোমাকে ছাড়া
 ভুলতে পারি না আমার জীবনে তোমার সাড়া।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলের মাশুল