তুমি বুঝলে না

 প্রথমে যেদিন তোমায় দেখি 
চলছিলে পথের মাঝে 
বড় আশা ছিল রাখবো ধরে হৃদয়ে 
তারপর খুঁজেছি যখন স্কুলে 
দেখেছি তখন পথে গেছ চলে, 
তোমায় দেখার চলে শুনেছি কত কথা 
তবুও ভুলতে পারিনি নিয়ে অনেক ব্যথা। 
সয়েছি কত দুঃখ আরও সয়েছি বেদনা 
তবুও তুমি আমার মন বুঝলে না। 
ইচ্ছে হয়েছে কিছু দেবার ও নেবার 
অপমানে মিটেছে সকল আশা 
তারপরও একটু কাছে আসা,
ব্যথা তুরে ক্ষমার মাঝে একটু ভালোবাসা। 
অবশেষে তবুও ভোলা যায় না 
কিন্তু কিছুই করার রয় না। 
কারণ ভালোবাসা অর্থে পাওয়া যায় না, 
ভালোবাসা ছাড়া কখনো ভালোবাসা হয় না। 
তবুও তুমি আমার মন বুঝলে না 
আমায় তুমি খুজলে না, 
তুমি বুঝলে না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল