তুমি খুজবে না
কে গো তুমি এলোকেশি
চলছে পথের মাঝে
আমার আগে আগে
তোমায় একবার দেখব
ফিরে কি তাকাবে?
তোমায় দেখলে মনে আমার
নানান প্রশ্ন জাগে
কে তুমি ? কোথাও কি
তোমায় দেখেছি আগে ?
নাকি শুনেছি তোমার গল্প
তাই হবে হয়তো !
তুমি কি শিশির
নাকি আলেয়া
বাতাস তোমার চুলে করে খেলা,
তোমার দীঘল কালো চুল
মনে আমার দেয় দোলা।
মন আমার সারাক্ষণ তোমার কথা কয়
জীবনের হয়েছে এভাবেই পরাজয়।
হৃদয়ে লেগেছে আমার তালা
তবুও মনের জানালা খোলা।
আমি জানি তুমি কখনো
আমার মনের জানালা দিয়ে ঢুকে
খুলতে পারবে না হৃদয়ের তালা।
কারণ আমি যে গেয়ো যোগী
তাই আমার ক্বদর তুমি বুঝবে না,
কখনো আমায় তুমি খুজবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন