ভালোবাসার স্বপ্ন

 স্মরণিকা, 
জানি আছ জেগে  
ঘুমাওনি এখনও
শুধু আমার কথা ভেবে। 
আজ ভরা পূর্ণিমার রাত 
আকাশে তারার মেলা 
তারি মাঝে চাঁদ 
করিছে খেলা। 
আছো তুমি স্বপ্নে বিভোর 
কি ভাবছো এত?
সেই যে পূর্ণিমা রাতে 
কথা হয়েছিল যত।
বুঝেছি সেই পূর্ণিমা রাতে 
তুমি আমি পথে 
হেঁটেছিনু একসাথে
বসেছিনু পুকুর ঘাটে। 
দেখিনু আমরা দুজন 
পুকুরের বাঁকা জলে 
পড়ি চাঁদের আলো 
করিছে খেলা। 
স্মরণিকা, 
মনে কী পড়ে 
তুমি ছিলে আমার 
হাতটি ধরে? 
তুমি শুয়ে ছিলে 
আমার বাহুতে মাথা রেখে 
হেসেছিল  চাঁদ 
বুঝি আমাদের দেখে। 
সেদিনের সেই সুখের স্মৃতি 
আজও মনে পড়ে 
পড়ে মনে চাঁদের হাসি 
আর তোমার স্নিগ্ধ পরশ। 
তুমি কি ভুলে গেছ 
না ভুল বুঝে আছ 
আজ ভরা পূর্ণিমার রাত 
তোমার মনে আছে তো? 
স্মরণিক,  
তুমি সুন্দর 
আমার দোষ খুঁজনা 
ভালোবাসা থেকে বঞ্চিত করো না। 
তুমি ছেড়ে যেওনা 
ছলনা করোনা 
তুমি আশা দিয়েছ
ভালোবাসা দিয়েছ।
ফিরে এসো, 
হৃদয়ে হাহাকার 
ভালোবাসা চাই মন 
তোমার প্রতীক্ষায় থাকি সারাক্ষণ। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল