তোমার জন্য

তোমার পানে চেয়ে থেকেছি কতবার  
তোমাকে দেখবো বলে, তুমি তাকাওনি, 
হয়তোবা তাকিয়েছ কোন এক সময় 
আমাকে তোমার ভালো লাগেনি। 
পথ পানে চেয়ে থেকেছি কতবার 
তোমার দেখা পাবো বলে, 
বকুল ফুলের মালা গেঁথেও 
পারিনি পড়াতে তোমার গলে
কত স্বপ্ন দেখেছি তোমাকে পাব বলে। 
তোমাকে দিতে চেয়েছি ভালোবাসা 
তুমি আমাকে ভালোবাসবে বলে, 
তোমাকে চেয়েছি এ মন থেকে 
তোমার মনে ঠাঁই পাবো বলে। 
শেষ পর্যন্ত তোমাকে পেতে চেয়েছি 
তোমাকে নিয়ে বাসর সাজাবো বলে। 
কিন্তু তুমি আমাকে করেছ অপমান 
ধুলোয় মিশায়েছ  আমার সম্মান। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল