মনে পড়ে তোমাকে
আজও মনে পড়ে তোমাকে
পড়ে মনে তোমার হাসি মাখা মুখ,
যা দেখে ভরে য়েত আনন্দে বুক
মনে লাগতো দারুন সুখ।
সেই ছেলেবেলা থেকে তোমাকে দেখার পর
ভেবেছি কিভাবে ভালোবাসা পাব তোমার
গিয়েছি তোমাদের ওখানে যতবার
শুধু তোমার জন্য এক নজর দেখার,
যখনই মনে পড়েছে তোমার কথা
ছুটে গেছি করতে তোমার সাথে দেখা ,
হয়তো তোমাকে দেখেছি কিন্তু হয়নি কথা
এসেছি ফিরে নিয়ে মনে অনেক ব্যাথা।
একদিন তোমার ছবি চাওয়ার ছলে
তোমার মায়ের কাছে তোমার কথা বলে,
জানতে পেরেছি তোমাদের বংশে
তুমি সবার একমাত্র আশা ।
তোমাকে ডেকেছি আমার কথা বলবো বলে
তুমি সেসব না শুনেই চলে গেলে ;
সবাইকে বলে মানুষ হাসালে
উপরন্ত আমার মান সম্মান ছিনিয়ে নিলে।
এরপরও তোমাকে মনে পড়েছে
পড়েছে মনে সেই স্মৃতিগুলো।
তোমাকে দেখে ঘৃণা করতে চেয়েছি
তবু আরো গভীরভাবে ভালবেসে ফেলেছি ;
আজও তোমার কথা ভেবে পারিনা ঘুমাতে
পারিনা কোন কাজ করতে,
তুমি কি পারো না ভালবাসতে
নাকি শুধু পারো আমাকে কাঁদিয়ে হাসতে।!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন