অব্যক্ত ভালোবাসা
আমি বোকার মতো ভালোবাসা খুঁজেছি দূরে
অথচ তুমি ছিলে আমার কাছের মানুষ
বুঝতে পারিনি তা আগে,
তুমি আমার এত কাছে থেকেও
তোমাকে বুঝতে চেষ্টা করিনি
পারিনি বুঝতে তোমার মন,
কিন্তু তুমি ছিলে আমার সবচেয়ে আপন।
তুমি আমাকে ভালবেসেছ
কিন্তু তা প্রকাশ করতে পারোনি,
তুমি কি আমাকে বুঝতে চেষ্টাও করনি!
আমার দুঃখ তুমি ভাগ করে নিয়েছো
অথচ আমাকে তা বুঝতে দাওনি।
সুখে দুঃখে আমার পাশে থেকেছ
কিন্তু আমি তোমার কোন উপকারে আসিনি।
আমার সেবা তুমি করেছ
তোমাকে সাহায্য করার সুযোগ দাও নি।
নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছ
কিন্তু আমার ভালোবাসা পাওনি।
আমার ব্যথায় সান্ত্বনা দিয়েছ
তোমার ব্যথা আমাকে বুঝতে দাওনি।
আমার জন্য মান হারিয়েছ
কিন্তু আমাকে তা জানতে দাওনি।
আমার জন্য জীবনের ক্ষয় করেও
অবশেষে তুমি আমাকে পাওনি।
জানিনা আমাকে ক্ষমা করেছ কিনা
নাকি ক্ষমা করতে পারোনি!
আমি জানি তোমাকে হারিয়ে
সুখী আমি হইনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন