এবং অতঃপর

কে গো তুমি সুন্দরী 
গোপন প্রিয়ার রূপ ধরি
কাছে এসো, চোখে চোখ রাখো   
আমাকে তুমি ভালোবাসো, 
মনে আছে ভালোবাসা 
হৃদয়ে আছে স্পন্দন 
আমাকে তুমি করো আলিঙ্গন ;
মিশে যাও হৃদয়ের মাঝে 
মনের কথা বল আপন হয়ে চল,
ভালোবাসা নেব ভালোবাসা দেব
তারপরে সাথে লয়ে যাব 
দুজনে দুজনার আপন হয়ে রবো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল