থাকো তুমি সুখে

থাক তুমি সুখে 
রেখে গেছ দুঃখে
 চলে গেছ দূরে 
বাঁধিনি বাহুডরে।
ভুল বুঝে চলে গেছ
পিছু ডাকিনি 
ডেকেইবা কি হবে 
তুমি কথা রাখনি। 
তুমি চলে গেছ 
কাছে ডাকিনি
আমি ভালবেসেছি
 তুমি ভালবাসনি। 
তুমি ভুলে গেছ
আমি তো ভুলিনি 
আমি থাকি দুঃখে 
তবু তুমি থাক সুখে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল