পোস্টগুলি

ভুলের মাশুল

চলে যেতে হবে একা চলেছি তাই একা   কারো সাথে পথে না হোক মোর দেখা,  কেউ মোরে না বাসুক ভালো  সবার জীবনে আমি জ্বেলেছি আলো।  তবু কেউ মোর জীবনে না এলো,  না কেউ মোরে কথা দিল।  হয়তোবা ভালোবেসে করেছি ভুল  তাইতো দিতে চলেছি ভুলের মাশুল।  ভালোবেসেও না ভালোবাসা পেয়েছি  তাই আমি একা চলেছি।  কেউ মোর সাথী  না হবে,  না কেউ সাথে মোর যাবে।  আমি ভালোবাসা চেয়েছি  কিন্তু শুধুই ব্যথা পেয়েছি!  চলে যেতে হবে একা,  তাই চলেছি শুধু মনে নিয়ে ব্যাথা। 

তোমার জন্য

তোমার পানে চেয়ে থেকেছি কতবার   তোমাকে দেখবো বলে, তুমি তাকাওনি,  হয়তোবা তাকিয়েছ কোন এক সময়  আমাকে তোমার ভালো লাগেনি।  পথ পানে চেয়ে থেকেছি কতবার  তোমার দেখা পাবো বলে,  বকুল ফুলের মালা গেঁথেও  পারিনি পড়াতে তোমার গলে কত স্বপ্ন দেখেছি তোমাকে পাব বলে।  তোমাকে দিতে চেয়েছি ভালোবাসা  তুমি আমাকে ভালোবাসবে বলে,  তোমাকে চেয়েছি এ মন থেকে  তোমার মনে ঠাঁই পাবো বলে।  শেষ পর্যন্ত তোমাকে পেতে চেয়েছি  তোমাকে নিয়ে বাসর সাজাবো বলে।  কিন্তু তুমি আমাকে করেছ অপমান  ধুলোয় মিশায়েছ  আমার সম্মান। 

অব্যক্ত ভালোবাসা

আমি বোকার মতো ভালোবাসা খুঁজেছি দূরে  অথচ তুমি ছিলে আমার কাছের মানুষ বুঝতে পারিনি  তা আগে,  তুমি আমার এত কাছে থেকেও  তোমাকে বুঝতে চেষ্টা করিনি  পারিনি বুঝতে তোমার মন,  কিন্তু তুমি ছিলে আমার  সবচেয়ে আপন।  তুমি আমাকে ভালবেসেছ  কিন্তু তা প্রকাশ করতে পারোনি,  তুমি কি আমাকে বুঝতে চেষ্টাও করনি!  আমার দুঃখ তুমি ভাগ করে নিয়েছো  অথচ আমাকে তা বুঝতে দাওনি।  সুখে দুঃখে আমার পাশে থেকেছ কিন্তু আমি তোমার কোন উপকারে আসিনি।  আমার সেবা তুমি করেছ  তোমাকে সাহায্য করার সুযোগ দাও নি।  নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছ কিন্তু আমার ভালোবাসা পাওনি।  আমার ব্যথায় সান্ত্বনা দিয়েছ তোমার ব্যথা আমাকে বুঝতে দাওনি।  আমার জন্য মান হারিয়েছ কিন্তু আমাকে তা জানতে দাওনি।  আমার জন্য জীবনের ক্ষয় করেও  অবশেষে তুমি আমাকে পাওনি।  জানিনা আমাকে ক্ষমা করেছ কিনা  নাকি ক্ষমা করতে পারোনি!  আমি জানি তোমাকে হারিয়ে  সুখী আমি হইনি। 

তুমি খুজবে না

কে গো তুমি এলোকেশি  চলছে পথের মাঝে  আমার আগে আগে  তোমায় একবার দেখব  ফিরে কি তাকাবে?  তোমায় দেখলে মনে আমার  নানান প্রশ্ন জাগে  কে তুমি ?  কোথাও কি তোমায় দেখেছি আগে ? নাকি শুনেছি তোমার গল্প  তাই হবে হয়তো ! তুমি কি শিশির  নাকি আলেয়া  বাতাস তোমার চুলে করে খেলা,  তোমার দীঘল কালো চুল  মনে আমার দেয় দোলা।  মন আমার সারাক্ষণ তোমার কথা কয়  জীবনের হয়েছে এভাবেই পরাজয়। হৃদয়ে লেগেছে আমার তালা  তবুও মনের জানালা খোলা।  আমি জানি তুমি কখনো  আমার মনের জানালা দিয়ে ঢুকে  খুলতে পারবে না হৃদয়ের তালা।  কারণ আমি যে গেয়ো যোগী  তাই আমার ক্বদর তুমি বুঝবে না,  কখনো আমায় তুমি খুজবে না। 

তুমি বুঝলে না

 প্রথমে যেদিন তোমায় দেখি  চলছিলে পথের মাঝে  বড় আশা ছিল রাখবো ধরে হৃদয়ে  তারপর খুঁজেছি যখন স্কুলে  দেখেছি তখন পথে গেছ চলে,  তোমায় দেখার চলে শুনেছি কত কথা  তবুও ভুলতে পারিনি নিয়ে অনেক ব্যথা।  সয়েছি কত দুঃখ আরও সয়েছি বেদনা  তবুও তুমি আমার মন বুঝলে না।  ইচ্ছে হয়েছে কিছু দেবার ও নেবার  অপমানে মিটেছে সকল আশা  তারপরও একটু কাছে আসা, ব্যথা তুরে ক্ষমার মাঝে একটু ভালোবাসা।  অবশেষে তবুও ভোলা যায় না  কিন্তু কিছুই করার রয় না।  কারণ ভালোবাসা অর্থে পাওয়া যায় না,  ভালোবাসা ছাড়া কখনো ভালোবাসা হয় না।  তবুও তুমি আমার মন বুঝলে না  আমায় তুমি খুজলে না,  তুমি বুঝলে না। 

এবং অতঃপর

কে গো তুমি সুন্দরী  গোপন প্রিয়ার রূপ ধরি কাছে এসো, চোখে চোখ রাখো    আমাকে তুমি ভালোবাসো,  মনে আছে ভালোবাসা  হৃদয়ে আছে স্পন্দন  আমাকে তুমি করো আলিঙ্গন ; মিশে যাও হৃদয়ের মাঝে  মনের কথা বল আপন হয়ে চল, ভালোবাসা নেব ভালোবাসা দেব তারপরে সাথে লয়ে যাব  দুজনে দুজনার আপন হয়ে রবো।

মনে পড়ে তোমাকে

আজও মনে পড়ে তোমাকে  পড়ে মনে তোমার হাসি মাখা মুখ,  যা দেখে ভরে য়েত আনন্দে বুক মনে লাগতো দারুন সুখ। সেই ছেলেবেলা থেকে তোমাকে দেখার পর  ভেবেছি কিভাবে ভালোবাসা পাব তোমার  গিয়েছি তোমাদের ওখানে যতবার  শুধু তোমার জন্য এক নজর  দেখার, যখনই মনে পড়েছে তোমার কথা  ছুটে গেছি করতে তোমার সাথে দেখা , হয়তো তোমাকে দেখেছি কিন্তু হয়নি কথা  এসেছি ফিরে নিয়ে মনে অনেক ব্যাথা। একদিন তোমার ছবি চাওয়ার ছলে  তোমার মায়ের কাছে তোমার কথা বলে, জানতে পেরেছি তোমাদের বংশে  তুমি সবার একমাত্র আশা ।  তোমাকে ডেকেছি আমার কথা বলবো বলে  তুমি সেসব না শুনেই চলে গেলে ; সবাইকে বলে মানুষ হাসালে  উপরন্ত  আমার মান সম্মান ছিনিয়ে নিলে। এরপরও তোমাকে মনে পড়েছে  পড়েছে মনে  সেই স্মৃতিগুলো।  তোমাকে দেখে ঘৃণা করতে চেয়েছি  তবু আরো গভীরভাবে ভালবেসে ফেলেছি ; আজও তোমার কথা ভেবে পারিনা ঘুমাতে  পারিনা  কোন কাজ করতে,  তুমি কি পারো না ভালবাসতে  নাকি শুধু পারো আমাকে কাঁদিয়ে হাসতে।!

ভুলতে পারিনা

জোসনা ভরা রাতের আকাশে ভেসে ওঠা ভুলতে পারিনা তোমার চাঁদ মাখা মুখখানা,   ভুলতে পারি না আমার সেই ছেলেবেলা  পড়ার মাঝে  মিছে ভালোবাসার খেলা।  আমি না পেয়ে হারিয়েছি যেথা  ভুলতে পারি না সেই দুঃখ ব্যাথা,  তুমি ছিলে আমার জীবনের প্রথম ভালবাসা  ভুলতে পারি না সেই শৈশবের কথা।  তোমাকে পাবার আশায় কেটেছে কত প্রহর  কেটেছে কত সময় আমার দুঃখ ব্যাথায়  তুমি ছিলে আমার হৃদয়েরও হৃদয়  তোমাকে না পেয়ে হয়েছে আমার ক্ষয।   তোমার ভাবনায় আমার জীবনের মুহূর্ত কেটেছে  আমার জীবন দুঃসহ যন্ত্রণায় ভরে গেছে,  ভুলতে পারিনা সেই সব স্মৃতি  যেগুলো ঘটিয়েছিল তোমার আমার মাঝে প্রীতি। ভুলতে পারিনা তোমার সেই হাসি মাখা মুখ  তোমার মাঝে খুঁজেছি আমি শুধুই সুখ , তুমি আমার নয়নের আলো জীবনে আসা বসন্ত  তোমায়  নিয়ে গড়ব ঘর এ বুকে কত স্বপ্ন।  তোমাকে ভালোবেসে আজো আমি ভুলতে পারিনা  জীবন আমার হয়েছে ক্ষয় হয়েছে দুঃখময় তবুও সারাক্ষণ তোমার কথা মনে হয়।  ভুলতে পারিনা তোমার দ্রুত চলা  পারিনা ভুলতে তোমার কথা বলা,  তুমি...

ভালোবাসার স্বপ্ন

 স্মরণিকা,  জানি আছ জেগে   ঘুমাওনি এখনও শুধু আমার কথা ভেবে।  আজ ভরা পূর্ণিমার রাত  আকাশে তারার মেলা  তারি মাঝে চাঁদ  করিছে খেলা।  আছো তুমি স্বপ্নে বিভোর  কি ভাবছো এত? সেই যে পূর্ণিমা রাতে  কথা হয়েছিল যত। বুঝেছি সেই পূর্ণিমা রাতে  তুমি আমি পথে  হেঁটেছিনু একসাথে বসেছিনু পুকুর ঘাটে।  দেখিনু আমরা দুজন  পুকুরের বাঁকা জলে  পড়ি চাঁদের আলো  করিছে খেলা।  স্মরণিকা,  মনে কী পড়ে  তুমি ছিলে আমার  হাতটি ধরে?  তুমি শুয়ে ছিলে  আমার বাহুতে মাথা রেখে  হেসেছিল  চাঁদ  বুঝি আমাদের দেখে।  সেদিনের সেই সুখের স্মৃতি  আজও মনে পড়ে  পড়ে মনে চাঁদের হাসি  আর তোমার স্নিগ্ধ পরশ।  তুমি কি ভুলে গেছ  না ভুল বুঝে আছ  আজ ভরা পূর্ণিমার রাত  তোমার মনে আছে তো?  স্মরণিক,   তুমি সুন্দর  আমার দোষ খুঁজনা  ভালোবাসা থেকে বঞ্চিত করো না।  তুমি ছেড়ে যেওনা  ছলনা করোনা  তুমি আশা দিয়েছ ভালোবাসা দিয়েছ। ফিরে এসো,  হৃদয়ে...

থাকো তুমি সুখে

থাক তুমি সুখে  রেখে গেছ দুঃখে  চলে গেছ দূরে  বাঁধিনি বাহুডরে। ভুল বুঝে চলে গেছ পিছু ডাকিনি  ডেকেইবা কি হবে  তুমি কথা রাখনি।  তুমি চলে গেছ  কাছে ডাকিনি আমি ভালবেসেছি  তুমি ভালবাসনি।  তুমি ভুলে গেছ আমি তো ভুলিনি  আমি থাকি দুঃখে  তবু তুমি থাক সুখে।