পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাল লাগে

ভাল লাগে শুয়ে শুয়ে থাকতে  আর তোমার কথা ভাবতে।  ভাল লাগে তোমার অপেক্ষার প্রহর গুনতে  আর স্বপ্নের জান বুনতে। ভাল লাগে তোমার দেখা পেলে  আর তুমি কাছে এলে।  ভাল লাগে তোমার কথা বলা  আর তোমার পথ চলা।  ভাল লাগে তোমার সাথে থাকতে  আর হাতে হাত রাখতে।  ভাল লাগে তোমার পাশে বসতে  আর দেহের পরশ অনুভব করতে।  ভাল লাগে তোমার পানে চেয়ে থাকতে  আর রূপ সুধা পান করতে।  ভাল লাগে তোমার মায়াবী দুচোখ  আর মিষ্টি দুটি ঠোঁট।  ভাল লাগে তোমার জন্য কিছু করতে পারা  আর তোমার হাসির ফোয়ারা।  ভাল লাগে তোমার সাথে কথা বলতে  আর একসাথে পথ চলতে।  ভাল লাগে আমার প্রতি তোমার অবিশ্বাস  আর শুধুই দীর্ঘশ্বাস।  ভাল লাগে তোমার চলে যাওয়া  আর পেছন ফিরে চাওয়া। 

ভালোবাসা মনের ভাষা

ভালোবাসা মনের ভাষা  সকলে তা বোঝেনা,  ভালোবাসা সবাই নিতে জানে  দিতে সবাই জানে না।  সবারই মনে আশা থাকে  ভালোবাসা পাবে সে,  ভালোবাসা দিয়ে কভু  নিঃস্ব না হবে যে।  ভালোবাসায় সুখ আছে  আছে দুঃখ ভালোবাসাতে,  সে দুঃখ মিটে যায়   ভালোবাসার ছোঁয়াতে।  ভালোবাসা দিয়েও কভু  ভালোবাসা মেলে না,  মনের মত মন না হলে  ভালোবাসা হয় না।  ভালোবাসার ছোট্ট আশা  সবারই নাহি পূরণ হয়,  ভালোবাসা মেলে  যখন  ভালোবাসা হবার নয়।  ভালোবাসার সুখ পাখিটা  সবারে নাহি ধরা দেয়,  ভালোবাসার জন্য একটা  সুন্দর মন থাকতে হয়।। 

আনমনা তুমি

জানিনা কে তুমি  কৈশোরে একদিন,  মোর কাছে এসেছিলে; দীপ্তিময়, ছায়া মাখা জিজ্ঞাসূর  দৃষ্টিতে,  এক পলক তাকিয়ে ছিলে।  বৃষ্টিস্নাত  রংধনু আঁকা  আকাশের পানে চেয়ে,  আনন্দে নেচে ছিলে; সমুদ্রবধূর ন্যায়  কাশফুল  বনে তুমি,  রাজহংসীর বেশে ছিলে। আলপনায় ছবি এঁকে  আমারই নদীর বাঁকে,  আনমনা তুমি বসে ছিলে; আখি দুটি ছলছল  বুঝিনি কেন তুমি,  রাগে ক্ষোভে কেঁপেছিল। জানিনা কোনদিন আর  তুমি কি এসেছিলে,  যে তুমি আমাকে ভালবেসেছিলে।।