ভাল লাগে
ভাল লাগে শুয়ে শুয়ে থাকতে
আর তোমার কথা ভাবতে।
ভাল লাগে তোমার অপেক্ষার প্রহর গুনতে
আর স্বপ্নের জান বুনতে।
ভাল লাগে তোমার দেখা পেলে
আর তুমি কাছে এলে।
ভাল লাগে তোমার কথা বলা
আর তোমার পথ চলা।
ভাল লাগে তোমার সাথে থাকতে
আর হাতে হাত রাখতে।
ভাল লাগে তোমার পাশে বসতে
আর দেহের পরশ অনুভব করতে।
ভাল লাগে তোমার পানে চেয়ে থাকতে
আর রূপ সুধা পান করতে।
ভাল লাগে তোমার মায়াবী দুচোখ
আর মিষ্টি দুটি ঠোঁট।
ভাল লাগে তোমার জন্য কিছু করতে পারা
আর তোমার হাসির ফোয়ারা।
ভাল লাগে তোমার সাথে কথা বলতে
আর একসাথে পথ চলতে।
ভাল লাগে আমার প্রতি তোমার অবিশ্বাস
আর শুধুই দীর্ঘশ্বাস।
ভাল লাগে তোমার চলে যাওয়া
আর পেছন ফিরে চাওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন