ভালোবাসা মনের ভাষা

ভালোবাসা মনের ভাষা 
সকলে তা বোঝেনা, 
ভালোবাসা সবাই নিতে জানে 
দিতে সবাই জানে না। 
সবারই মনে আশা থাকে 
ভালোবাসা পাবে সে, 
ভালোবাসা দিয়ে কভু 
নিঃস্ব না হবে যে। 
ভালোবাসায় সুখ আছে 
আছে দুঃখ ভালোবাসাতে, 
সে দুঃখ মিটে যায়  
ভালোবাসার ছোঁয়াতে। 
ভালোবাসা দিয়েও কভু 
ভালোবাসা মেলে না, 
মনের মত মন না হলে 
ভালোবাসা হয় না। 
ভালোবাসার ছোট্ট আশা 
সবারই নাহি পূরণ হয়, 
ভালোবাসা মেলে  যখন 
ভালোবাসা হবার নয়। 
ভালোবাসার সুখ পাখিটা 
সবারে নাহি ধরা দেয়, 
ভালোবাসার জন্য একটা 
সুন্দর মন থাকতে হয়।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল