আনমনা তুমি

জানিনা কে তুমি 
কৈশোরে একদিন, 
মোর কাছে এসেছিলে;
দীপ্তিময়, ছায়া মাখা
জিজ্ঞাসূর  দৃষ্টিতে, 
এক পলক তাকিয়ে ছিলে। 

বৃষ্টিস্নাত  রংধনু আঁকা 
আকাশের পানে চেয়ে, 
আনন্দে নেচে ছিলে;
সমুদ্রবধূর ন্যায় 
কাশফুল  বনে তুমি, 
রাজহংসীর বেশে ছিলে।

আলপনায় ছবি এঁকে 
আমারই নদীর বাঁকে, 
আনমনা তুমি বসে ছিলে;
আখি দুটি ছলছল 
বুঝিনি কেন তুমি, 
রাগে ক্ষোভে কেঁপেছিল।

জানিনা কোনদিন আর 
তুমি কি এসেছিলে, 
যে তুমি আমাকে ভালবেসেছিলে।। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল