রয়েছি আমি একা
সজনী বলো না কোথায় তুমি
তোমার প্রতীক্ষায় আছি আমি।
তুমি যে হলে না আমার
ভালো না বেসে করলে পর।
জানিনা কোথায় পাবো তোমার দেখা
রয়েছি আমি নিঃসঙ্গ একা।
এ মন তোমাকে চায়
খুঁজে চলেছি আমি তাই।
তুমি রয়েছ কোন দূরে
বলোনা থাকি কেমন করে
রয়েছ তুমি এমনটা জুড়ে।
এ মন চাই তোমার দেখা
জানিনা পাবো কি রয়েছি একা।
ভাবি বসে নিরবে তোমার কথা
মনে আমার লাগে দারুণ ব্যথা।
তুমি কাছে আসো বা না আসো
ভালোবাসো বা না বাসো;
বেসেছি তোমাকে ভালো
মন চায় তোমার প্রেমের আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন