তুমি কি ভেবেছ

 তুমি কি ভেবেছ 
ভালোবাসি ভালোবাসি বলবো 
আর পিছু পিছু চলবো!
না সময় বদলেছে 
সেদিন আর নাই, 
আমার জীবনে কারো 
প্রয়োজন নাই। 

তুমি কি ভেবেছ 
ভিক্ষুক আমি! 
যে ঘুরছি দ্বারে দ্বারে, 
বলবে এসো পরে 
আর আসবো ফিরে ফিরে। 
না এসবই ভুল 
বরং তুমিই আমার প্রেমে ব্যাকুল। 

তুমি কি ভেবেছ 
আমি বুঝি না কিছুই! 
না এ ধারণা ভুল, 
আমি বুঝে গেছি 
তোমাদের স্বভাব, 
তোমরা অমানুষ 
তোমরা ভন্ডুল। 

তুমি কি ভেবেছ 
আমি জানি না কিছুই! 
তোমরা খেলা করো 
মানুষের বিশ্বাস নিয়ে, 
মিছে খেলতে গিয়ে 
আগুনে দিয়ে হাত 
মরো জ্বলে পুড়ে। 

তুমি কি ভেবেছ 
তোমাদের খবর রাখি না! 
তোমরা ভালোবাসার নামে 
করো শুধু ছলনা। 
তোমরা মানুষকে কষ্ট দিয়ে 
তার থেকে নাও সুখ 
এ সুখ আনবে বয়ে দুখ। 

তুমি কি ভেবেছ 
আমি কিছুই শুনি না! 
শুনি বিশ্বাস করি না 
করি শুধু ঘৃণা। 
মানুষকে ভালোবেসে কর বিশ্বাস 
এতেই সব সুখ আমার বিশ্বাস। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভুলতে পারিনা

ভুলের মাশুল