হয়তো তুমি নয়তো
হয়তো তুমি পূর্ণিমার চাঁদ,
নয়তো জোছনা।
হয়তো তুমি গোলাপের পাপড়ি,
নয়তো রজনীগন্ধা।
হয়তো তুমি ভোরের শিশির,
নয়তো কুয়াশা।
হয়তো তুমি মুক্ত বিহঙ্গ,
নয়তো বরষা।
হয়তো তুমি উড়ন্ত গাংচিল,
নয়তো কোকিল।
হয়তো তুমি সুখের পায়রা,
নয়তো অধরা।
হয়তো তুমি আলোর আলেয়া
নয়তো মরীচিকা,
হয়তো তুমি নজরুলের অনামিকা
নয়তো সাগরিকা।
হয়তো তুমি স্বর্গের অপ্সরী
নয়তো হুর,
হয়তো তুমি মর্তের সুন্দরী
নয়তো নূর।
হয়তো তুমি কবির কবিতা
নয়তো কল্পনা,
হয়তো তুমি শিল্পীর আঁকা ছবি
নয়তো আলপনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন