যদিও তোমাকে তবুও তুমি

 যদিও তোমাকে  ভাল লেগেছিল, 
তবুও  তুমি ভালোবাসনি। 
যদিও  তোমাকে  পেতে চেয়েছিলাম, 
তবুও  তুমি কাছে আসোনি। 
যদিও তোমাকে  কাছে ডেকেছিলাম, 
তবুও তুমি সাড়া দাওনি। 
যদিও তোমাকে চিঠি লিখেছিলাম,
তবুও তুমি উত্তর দাওনি।
যদিও তোমাকে কিছু বলেছিলাম,   
তবুও তুমি তা শোননি।
যদিও তোমাকে ভালোবেসেছিলাম, 
তবুও তুমি তা বোঝনি।
যদিও তোমাকে মনে রেখেছিলাম,  
তবুও তুমি তা জাননি। 
যদিও তোমাকে মন চেয়েছিল, 
তবুও তুমি তা মাননি। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল