অন্তপুরিকা
অন্তপুরিকা, কেমন আছো তুমি
বলতে পারো কতদিন আমায় দেখনি?
খুজনি কী পথে-ঘাটে গোধূলি লগ্নে
দেখনি কী মোহনিদ্রায় স্বপ্নে
তোমার দুটি চোখ বুজেনি কী ইন্দ্রজাল ঘিরে
আমি আসতে পারিনি ব্যস্ত ছিলাম কাজের ভিড়ে
ফিরে গেলে কেন এলেনা আমার শান্তিনীড়ে
হয়তো ভয় বা সংশয় ছিল তোমায় ঘিরে।
অন্তপুরিকা, তুমি কি খুজনি তারার মাঝে
পড়েনি কি মনে আমায় নিত্য সব কাজে
সমিরন তোমায় দেয়নি কি বলে
তুমি এসে ফিরে গিয়েছো চলে।
দিনমণি আমার কথা কি বলেনি
নাকি ঘনশিয়ায় দেখা মেনে নি
আমি ছিলাম আমারই শান্তিনীড়ে
লোচন তোমার ভোরে কি ছিল নীরে
নাকি অভিমান ভরে ফিরেছো গৃহে
আমি ছিলাম আমারে শান্তিনীড়ে।
অন্তপুরিকা, নাইবা তুমি এলে না হল দেখা
আমি রবো তরুতলে ছায়া মাখা রবো একা।
পাখি তার আপন গানে
জাগাবে গান আমার প্রাণে
বৃক্ষলতা সবুজধানে হবে কথা আমার গানে
মিষ্টি মধুর পাবো যে সুর পাখির কলতানে।
বায়ু আমায় প্রেরণা দেবে তরু দেবে দীক্ষা
মাটির কাছে পাবো আমি সহিঞ্চুতা শিক্ষা
বিশ্বাস তোমার নাইবা পেলাম না তুমি এলে
তরু তলে শীতল ছায়ায় আমার দিন যাবে চলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন