একুশ মানে

একুশ মানে 
লাখো শহীদের রক্ত ঝরা স্মৃতি ;
একুশ মানে
শত ছেলে মেয়ের মাতৃভূমি প্রীতি। 
একুশ মানে
হাজারো মানুষের সারি বেঁধে পথ চলা ;
একুশ মানে
বাংলা মায়ের ভাষায় কথা বলা। 
একুশ মানে
কোটি মানুষের স্বজন হারানোর দুখ;
একুশ মানে
বাংলা মায়ের গর্বে ভরা বুক। 
একুশ মানে
বাংলার বুকে রক্তের ছড়াছড়ি ;
একুশ মানে
 অমর হে শহীদ, তোমাদের মোরা স্মরি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল