ব্যর্থ প্রয়াস
একদা তোমায় দেখেছিনু
একটি নিভৃত কোণে
কিছু কথা বলব বলে,
তুমি না শুনেই গেলে চলে।
তারপরে আর কাছে ডাকিনি
এমনকি আসতেও পারিনি
তোমার কাছে কোন কালে,
শুধু দূর থেকে চেয়ে থেকেছি
তোমার পানে আনমনে।
জানিনা তুমি কি ভেবেছিলে
সেদিন আমার ডাক,
একটি কথা বলতেই
উঠে চলে গেছিলে শুনবো না বলে।
আমার কোন অধিকার ছিল না
তোমাকে আটকে রাখার
কিছু বলতে যেয়েও গেছিনু থেমে
এরপরক্ষণে ভেবেছিনু এক মনে।
একি হল কি করলাম আমি
কেন পারলাম না বাঁধ সাধতে,
আমার পৃথিবীটা তখন
মনে হল শূন্য
তবুও আরেকটিবার দেখার জন্য
দাঁড়িয়েছিনু রাস্তায়।
তারপর ফিরে আসতেই
শুনতে পেলাম কুমন্ত্রনা ধ্বনি
যদিও আমার অনিচ্ছা সত্বেও
ফিরে আসতে হয়েছিল
তবুও ছেড়ে আসতে পারিনি
বিবেকের ধ্বংসনে ফিরেছিলাম
তোমার পিতা-মাতার সামনে।
শুনেছিলাম যত কথা
পেয়েছিলাম মনে তত ব্যথা।
হারিয়েছিলাম সেথা
যা ছিল মোর মনে
চেয়ে তব পানে।
হারিয়ে আপনা মান
কেমনে শুধবে এ অপমান
এ ভাবনায় কাটানু ক্ষণকাল।
ঘুরিনু নানান জনে
কহিনু যা ছিল মনে
ভাবিনু শোধ লব তব প্রতি
মেটাবো আমার যত ক্ষতি !
যত ভাবিনু এ মনে
সায় দিল না প্রাণে
তারপরে যা ভাবিনু
মনে মনে সংকল্পিনু
কি হবে মিছে কোন্দলে
যা ছিল সবই মোর কপালে
যা গেছে ঘটে গেছে
কি হবে ভেবে নিছে।
রহিনু পরে সুবোধ মনে
চাহিনা দ্বন্দ্ব কোন কালে
তারপরও সাধেনি বাঁধ
গেছিনু ছুটে মেটাতে সাধ।
মাঝে মাঝে ঘুরেছি
তব বাগানে
পায় যদি তব দেখা
ভেবে শুধু এ মনে।
হয়তো পেয়েছিনু দেখা
না হয় ফিরেছি নিঃসঙ্গ একা
না পেয়ে তব দেখা।
অবশেষে শোয়া দু'বছর পরে
লজ্জা ঘৃণা ভয় দূর করে
প্রবেশিনু তোমাদের গৃহে
কহিনু কথা সবার সনে
খায়িনু দুধে ভাতে
ফিরিনু রাতেই বুবুর বাটে
বলিলে না তুমি কথা
তাই নিয়ে মনে ব্যথা।
এলেনা মোর সম্মুখে
রহিলে ঘরের কোণেতে,
এর আগেও অনেকবার
হয়েছে দেখা তোমার আমার
কিন্তু তুমি বলোনি কথা
মনে দিয়েছ দারুন ব্যথা।
রাগ ক্ষোভ সবই দিয়ে মাটি
ছুটে গিয়েছিনু তোমাদের বাটি
ভেবেছিনু তুমি সুন্দর অতিশয়
কিন্তু হায় কুৎসিত ও মনে
তোমার ক্ষমা পর্যন্ত নাই।
অন্তরের ব্যথা অন্তরে চেপে
জানতে চেয়েছিনু কাছে তোমার পিতার
বুঝি না কেন তোমার এ নির্দয় ব্যবহার
বলেছিলেন তিনি ছোট হলেও সে অতি অভিমানী
ভুলতে পারেনি স্মৃতি
তাই বারে বারে দেখেছো আমায়
বিদ্রুপের হাসি হেসে।
আরো বলেছেন বোকা তুমি
কেন ডেকেছিলে তাকে কাছে
কোন বিদ্যাবুদ্ধি নেই তোমার মাথাতে।
শেষ পর্যন্ত এই
ফিরে এসেছিনু সেই।
তারপরে যা দেখেছি
তা দেখা নয় চেয়ে থাকা
সেই ফিরে আসা
তারপরে যতবার চেয়েছিনু
পেতে তোমার ভালোবাসা
যেতে চেয়েছিনু কাছে
ভেবেছি শুধু কি হবে মিছে
ছুটে জ্বালার পিছে।
যোগ্য নই আমি ভালোবাসা পাবার
এ মিছে শুধু অভিসার।
হয়নিক দেখা তোমার আমার
জানিনা হবে কিনা আর
পাইনি তো ভালোবাসা
চাহিনা তো আর
তবে কেন বারবার
উঠে ঢেউ ভালোবাসার।
কভু কারো পানে আর
পারিনি তো চাহিতে
চেয়েছিনু যতবার
শুধু তোমার পানেতে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন