ভালোবাসা মিছে আসা

ভালোবাসা শুধু মিছে আশা, 
ক্ষণিকের তরে একটু ভাবা
তারপরে হারিয়ে যাওয়া 
যেখানে নেই কোন বাস্তবতা, 
নেইতো কোনো আশা ;
শুধু দুঃখ ব্যথা আর ব্যর্থতা!
আশা সে তো মরীচিকা 
দূর থেকে দেখা কোন আলো
কাছে গেলেই হতাশা। 
দূর থেকে অনেক দূরে 
কিন্তু মনের চাওয়া পাওয়ার 
এখানে শেষ না হওয়া;
মিছে বাসনার স্বপ্ন দেখা। 
কখনো বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা 
অথচ আলো  বলে আলেয়ার পিছু ছোটা, 
কখনো বা হোঁচট খেয়ে ফিরে আসা। 
তবে কি এটাই ভালোবাসা? 
যার নেই তো কোন পাওয়া 
শুধু হারানোর ব্যথা নিয়ে 
জীবনের চাওয়ার শেষ না হওয়া। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল