ওরা মুক্তিযোদ্ধা
মায়ের ভাষা বাঁচিয়ে রাখতে
যারা শুনেছিল মাতৃভূমির ডাক,
অত্যাচারের জর্জরিত নিপীড়িত মানুষের হাহাকার
শুনেছিল পুত্রকন্যা মা-বোনের কান্না আহাজারি আর্তনাদ;
যারা বাংলা মায়ের ভাষায় কথা বলতো, লিখত
বর্বর সেই পাকহানাদারদের রুখতে
তারাই হাতে তুলে নিল অস্ত্র!
যারা শুনেছিল একটি কন্ঠের উদাত্ত আহ্বান
ছুটে গিয়েছিল ছিনিয়ে আনতে মায়ের সম্মান।
যাদের খুলে রঞ্জিত বাংলা মায়ের বুক
জননীর স্বাধীনতায় রয়েছে তাদেরই অবদান।
গর্ভধারিণীর ডাকে তারা ফিরবে না ঘরে
মিশে গেছে আজ যারা জননীর তরে।
মাঝে লাল বৃত্তের সবুজ পতাকায় তাদেরই স্মৃতি অম্লান
বিশ্বের দরবারে তারাই দিয়েছে বাংলা মায়ের স্থান।
তাদের অনেকে হয়েছে শহীদ
ফিরেছেবা কেউ গাজীবেশে
তিরিশ লক্ষ প্রাণের খুন ঢেলে
যারা লিখে গেল বাংলাদেশের নাম।
হারিয়েছে যদিও সন্তান বাংলা মায়ের গর্বে ভরা প্রাণ,
মিশবে না ধুলোয় তাদের স্মৃতি রবে চির অম্লান।
তারা রয়েছে বাংলার বুকে, যুগে যুগে রবে মানুষের মুখে
চিরকাল পাবে তারাই সম্মান - ওরা মুক্তিযোদ্ধা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন