ভালোবাসার প্রতীক্ষায়
ভালোবাসার বলে যা মনে হয়
আসলে তা ভালোবাসা নয়,
ভালোবাসা এসেছিল একবার
চলে তা গেছে নিরবে;
ভালোবাসা চলে গেছে সে যে
মিলল না কভু এ জীবনে।
ভালোবাসা তুমি তো এলেনা
জানিনা আসবে কি মরণে!
ভালোবাসা তুমি নিষ্ঠুর এত
আমাকে কাঁদিয়ে সুখ পাও কত;
ভালোবাসা তুমি কি অভিশাপ
কেড়ে নাও জীবনের অভিলাষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন