ছলনাময়ী
রিজিয়া তুমি নিষ্ঠুর অতি
ভালোবাসো বললে কি ছিল ক্ষতি!
তোমাকে যখন প্রথম দেখেছি
তোমার কথাই শুধু ভেবেছি,
তোমাকে যখন ভালো লেগেছে
মনে আমার দোলা দিয়েছে
তোমাকে বানাতে চেয়েছি সাথী
কিন্তু তুমি দিয়েছো ফাঁকি ;
তোমার নীরবতা, তোমার হাসি
আমাকে এনেছে তোমার কাছাকাছি।
বলোনি তুমি মুখটি খুলে
জ্বলেছি তাই তোমার ভুলে
তোমার নীরবতা না বলা কথা
কথা যত তত দিয়েছে ব্যথা;
একটুও ভাবলে না আমার কথা
বুঝলে শুধু নিজের স্বার্থটা?
তোমার মত মেয়েরা সবই পারে
কারো জীবন নষ্ট করেই ছাড়ে!
তুমি আমাকে দিয়ে দোষ
এভাবে নিবে ভাবিনি প্রতিশোধ!
শুনেছি নারীরা মমতাময়ী
এতদিনে বুঝেছি ছলনাময়ী।
আমার সাথে তোমার ছলনা
ঘৃণা ছাড়া কিছুই দিবে না।
স্বামীর সোহাগ সুখে মিলে
বুঝিনি আমাকে যাবে ভুলে,
ফুল নিলে না দুঃখ দিলে
আমার সুখ কেড়ে নিলে।
ভাববে কেন দুঃখ দিলে
কাঁদবে যখন তোমার ভুলে;
দেখো তখন অতীত ফিরে
আমি ছিলাম তোমাকে ঘিরে
তোমার দেহের পাশটি ঘেঁষে
দেখবে আমি আছি বসে।
তোমার ভুল ভাঙবে যখন
থাকবো না আর পাশে তখন।
কাঁদবে তুমি একা বসে
দেখবে চেয়ে দূর আকাশে
তোমার চোখে উঠবে ভেসে
পুরনো সব স্মৃতি এসে
পড়বে মনে আবার কথা
লাগবে মনে দারুন ব্যথা।
যতই তুমি ভুলবে যবে
আমার কথাই মনে হবে,
কাঁদাবে যখন অতীত স্মৃতি
পড়বে মনে আমার প্রীতি।
থাকবে না আর সময় সেদিন
থাকবে শুধু বেদনার দিন,
আমার সাথে তোমার ছলনা
তোমার মনে সুখ দিবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন