অভিশপ্ত তুমি

প্রিয়া মনে কি পড়ে 
আমাদের প্রথম পরিচয়? 
নির্জন পথের মাঝে 
হলো তোমার সাথে দেখা;
"ছবি,  না তুমি 
রবি তোমার ভাই 
তোমার বাড়ি বেলঘড়িয়া 
ঠিক কি তাই? "
তুমি কোন কথা বলনি 
নীরবে পথ চলছিলে 
হয়ত হয় বা লজ্জা 
কিছু একটা পেয়েছিলে। 
তোমার বাম গালে তিল  
ঘাড়ে জিন্সের ব্যাগ 
হাতে থাকতো ছাতা, 
নিঃশব্দে পথ চলতে তুমি 
এভাবে প্রায়ই হতো দেখা। 
তুমি মাথা নিচু করে যেতে 
ক্রমেই তোমাকে লাগলো ভালো
দেখার পর দেখা হল;
তোমাকে সহজ সরল 
পল্লীবধূর ন্যায় দেখাতো । 
কিন্তু কে জানতো 
বিশ্বাসঘাতিনী তুমি, 
আমার ভালোবাসা  নিয়ে
ছিনিমিনি খেলবে! 
পিশাচী তুমি, 
আমাকে আহত করে
আমার রক্ত নিয়ে
হুলিয়ায় মেতে উঠবে!
একবারও ভাবলে না 
কি নিষ্ঠুর তুমি
আমার কষ্ট, ভালোবাসার
মূল্য দিলে না! 
আমাকে কি মনে পড়েনা 
পড়েনা মনে সেদিনের কথা 
অভিশপ্ত তুমি, 
আমাকে দিয়েছো ব্যথা। 
তবু আজও তোমাকে 
পড়ে মনে 
মনে পড়ে তোমার 
অসহায় চাহনি। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল