স্বাধীনতা তুমি

 স্বাধীনতা তুমি  স্নিগ্ধ সকাল, 
অপার ভুবন। 
স্বাধীনতা তুমি  মুক্ত বিহঙ্গ, 
অবাধ বিচরণ। 
স্বাধীনতা তুমি  বিজয়ের শপথ, 
মুক্তির স্লোগান। 
স্বাধীনতা তুমি  বিতাড়িত পাকহানাদার, 
শোষণ বঞ্চনার অবসান। 
স্বাধীনতা তুমি  আলোর মিছিল, 
জীবনের জয়গান। 
স্বাধীনতা তুমি  উদীয়মান সূর্য, 
শহীদের স্মৃতি অম্লান । 
স্বাধীনতা তুমি  নাগরিক অধিকার, 
আশার স্বপন। 
স্বাধীনতা তুমি  সম্ভাবনাময় অগ্রগতি, 
অব্যাহত উন্নয়ন । 
স্বাধীনতা তুমি  শান্তির নীড, 
ন্যায়ের শাসন। 
 স্বাধীনতা তুমি  বিশ্বের মানচিত্রে , 
বাংলার আসন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তুমি কি ভেবেছ

ভুলতে পারিনা

ভুলের মাশুল